উত্তর :- ক্রয়-বিক্রয় চুক্তির ক্ষেত্রে মজলিস পরিবর্তন হওয়ার সাথে সাথে তার কার্যকারীতাও শেষ হয়ে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ক্রেতার মজলিস ত্যাগের কারণে পূর্বোক্ত চুক্তিটি বাতিল হয়ে গেছে। এখন বিক্রেতার পিছু ডাকে সাড়া দেয়া তার ইচ্ছাধীন বিষয়।
সহিহ বুখারী ১/২৮৩। বাদায়েউস সানায়ে’ ২/৪৬৯। আল হিদায়া – ৩-৪/১৯।
Leave Your Comments