উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী কোরবানির দিন সমূহের মধ্যে কোন মুসলিম ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানী ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি কোরবানীর তৃতীয় দিন মুসলিম হওয়ার সময় যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সহ অন্যান্য শর্তগুলি পাওয়া যায় তাহলে কুরবানী ওয়াজিব হবে, অন্যথায় হবে না।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৫/৩৩৬, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪১৬, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদ ৫/১৯১
Leave Your Comments