প্রশ্ন:- কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জমির দামের হিসাব হবে নাকি উৎপাদিত ফসলের হিসাব হবে?

উত্তর:- শরয়ী মূলনীতি হলো, কুরবানি আবশ্যক হওয়ার জন্য নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। আর এ নেসাব নির্ধারনের ক্ষেত্রে নিত্য প্রয়োজনের অতিরিক্ত বস্তু ও তার মূল্য ধর্তব্য হবে। আর নিত্য প্রয়োজনীয় বস্তু বা তার ফসল যত দাম-ই হোক না কেন তা ধর্তব্য হবে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে জমি ও তার ফসল যতই দামী হোক না কেন যদি তা জীবিকা নির্বাহের অতিরিক্ত হয় তাহলে এগুলোর মূল্য নেসাবের মধ্যে ধর্তব্য হবে। অন্যথায় নয়।

 

আল বাহরুর রায়েক- ৮/৩১৯; আহসানুল ফাতাওয়া- ৭/৫০৬; জামিউল ফাতাওয়া – ৮/১৪৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *