উত্তর:- কারো মৃত্যুর পর জাহিলী যুগের মত মায়্যিতের বড়ত্ব বর্ণনা করা ও ক্রন্দনের জন্য সংবাদ প্রচার করা বৈধ নয়। তবে, মৃত্যুর সংবাদ পরিবার পরিজন আত্মীয় স্বজন হিতাকাঙ্খীদের নিকট প্রচার করা বৈধ ও শরীয়ত সম্মত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে লোকজনকে মৃত্যুর সংবাদ ও জানাযা নামাযের অবগতির জন্য সংবাদ প্রচর করা জায়েয ও সুন্নাত।
সহিহ বুখারী – ১/১৬৭। সুনানে তিরমিযি- ১/১৯২। ফাতুহুল বারি- ৩/১৩৫। ফাতাওয়ায়ে শামি- ২/২৩৯। আপকে মাসায়েল আওর উনকা হল – ১/৪৬৬।
Leave Your Comments