উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী কুড়িয়ে পাওয়া সম্পদ মালিককে পৌঁছে দেয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত আছে ভুলে মোবাইলে চলে আসা টাকা সাধ্যমত চেষ্টা করে মালিককে পৌঁছে দিতে হবে। তবে যদি একান্ত ভাবে পৌঁছাতে না পারে তাহলে ওই পরিমাণ টাকা সদকা করে দেবে।
আদ্দুররুল মুখতার ৬/৪২৫, কিতাবুল ফাতাওয়া ৬/৫৪
Leave Your Comments