প্রশ্ন: এয়ারপোর্ট বা সেনা নিবাস যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ সেসব স্থানে মসজিদে জুমা শুদ্ধ হবে কি না?

উত্তর: জুমা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো সর্বসাধারণের জামাতে উপস্থিত থাকার অনুমতি থাকা। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে এয়ারপোর্ট বা সেনা নিবাসে নিরাপত্তার খাতিরে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকলেও অভ্যন্তরে থাকা সকলের জন্য সাভাবিক ভাবেই অনুমতি আছে। অতএব এগুলোতে জুমার নামায আদায় করতে কোন সমস্যা নেই।

আদদুররুল মুখতার মাআ রাদ্দিল মুহতার ৩/২৮, হাশিয়াতুত তাহতাবী ৫১১, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ৩/৩৮০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *