উত্তর: শরীয়তের মূলনীতি হলো, যদি ইমাম সাহেব নামাযের ফরজ ও ওয়াজিব বিধানাবলী আদায় করার পর অতিরিক্ত কোন কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে মুক্তাদিরা ইমামের অনুসরন না করে ইমামের সালামের অপেক্ষা করবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু জানাযার নামাযের রুকন হলো চার তাকবীর বলা, তাই ইমাম চার তাকবীরের বেশি বলে অতিরিক্ত কাজই করল, অতএব বিশুদ্ধ মতানুযায়ী মুক্তাদিরা ইমামের অনুসরন না করে সালামের অপেক্ষা করবে এবং তার সাথেই সালাম ফিরাবে। এতে নামাযের কোন ক্ষতি হবে না।
-আদদুররুল মুখতার ৩/১৩১, হিদায়া ১/১৮০, ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ৮/৫৫৩
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রন্সিপিাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments