উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যদি কোন ব্যক্তির ওপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে সে গুনাহগার হবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু উক্ত ব্যক্তির ওপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ্ব আদায় করেননি। অতএব সে গুনাহগার হবে তবে যদি সে ওসিয়ত করে যায় তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৩/৪৭২, আল ফিকহুল হানাফী ওয়াআদিল্রাতুহু ১/৪৭০, আজিজুল ফাতাওয়া ১/৩৭৯
Leave Your Comments