উত্তর:-কোরবানী ওয়াজিব হওয়ার জন্য নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হওয়া জরুরী। হারাম সম্পদে মালিকানা প্রতিষ্ঠিত হয় না। বিধায় এ সম্পদের কারণে কাউকে নেসাবের মালিক ধরা হবেনা।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে এমন ব্যক্তি শুধুই হারাম টাকার মালিক হওয়ার কারণে এ সম্পদের ভিত্তিতে তার উপর কোরবানী ওয়াজিব হবে না।
-রদ্দুল মুহতার ২/২৯১,ফাতওয়ায়ে তাতারখানিয়া ৩/২৩৩,হাশিয়াতুত তাহতাবি পৃ-৭১৪,আহসানুল ফাতওয়া ৭/৫০৬
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments