প্রশ্ন:-একব্যক্তির উপর হজ ফরজ। এদিকে তার একটি মেয়েও আছে যে বিয়ের উপযুক্ত। জানার বিষয় হল,এ লোক আগে হজ করবে নাকি মেয়ে বিবাহ দিবে?

উত্তর:-সামর্থবান ব্যক্তির জন্য অন্যন্য কাজের আগে হজ সম্পাদন করা জরুরী। তবে পরে আদায় করলেও হয়ে যাবে। 

সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে আগে হজ আদায় করবে,পরে মেয়ের বিবাহ সম্পন্ন করবে। 

– ফাতওয়ায়ে তাতারখানিয়া ৩/৪৭৩,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৮১,আদ্দুররুল মুখতার ২/৪৬২, আল ফিকহুর ইসলামি ওয়া আদিল্লাতুহু ৩/১০০,ফাতওয়ায়ে মাহমুদিয়া ১০/২৯২

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *