প্রশ্ন: একজন হানাফী মাযহাবের অনুসারী আহলে হাদীস এর ফতোয়ার উপর আমল করতে পারবে কিনা?

উত্তর: যারা শরীয়াতের মাসআলা উদঘাটনের মূলনীতি আনুসাঙ্গিক ও প্রাসঙ্গিক দিক সম্পর্কে জানে না। তাদের প্রদত্ত ফতোয়ার উপর আমল করা যাবে না।

সুতরাং প্রশ্নেবর্ণিত হানাফী মাজহাবের অনুসারী আহলে হাদীস এর ফতোয়ার উপর আমল করতে পারবে না।

-রদ্দুল মুহতার-১/৬৯, ফাতাওয়া হাক্কানিয়্যাহ-২/২৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *