প্রশ্ন: উস্তাদ ছাত্রকে লেখা-পড়ার জন্য স্বাভাবিক প্রহার করে বা ভয় দেখায়, যার কারণে ছাত্র মৃতবরন করে, তাহলে মৃত্যুর দায়ভার উপর বর্তাবে কি না?

উত্তর: উস্তাদ ‍ছাত্রদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে সহনীয় পর্যায়ে শাস্তি দেওয়ার অবকাশ রয়েছে। মাত্রাতিরিক্ত ও অসহনীয় পর্যায়ের শাস্তি দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে যদি ছাত্র কোন অঘটন ঘটায় তাহলে এর দায়ভার উস্তাদের উপর আসবে না। এতটুকু  সহ্য করতে না পেরে যদি কোন ছাত্র আত্নহত্যা বা পালায়ন করে তাহলে এর দায়ভার উস্তাদের উপর আসবে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ছাত্রকে পড়া লেখার জন্য যুক্তি সঙ্গতভাবে সহনীয় পর্যায়ে প্রহার বা ভয় দেখানোর কারণে মৃত্যুবরণ করলে শিক্ষকের কোন জরিমানা বা কিসাস আসবে না।

-আদদুলরুল মুখতার-৬/৫৬৬, ফাতাওয়া হিন্দিয়া-৬/২২, আল বাহরুর রায়েক-৯/১০৬.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *