প্রশ্ন:-ঈদের নামাজ জামে মসজিদে পড়ার বিধান কী?

উত্তর:-ইসলামের দৃষ্টিতে ঈদের নামাজ ময়দানে আদায় করা সুন্নাত। তবে ময়দান না থাকলে অথবা বৃষ্টি বাদল ইত্যাদি ওজরের কারণে মসজিদে ঈদের নামাজ পড়া জায়েয। সুতরাং প্রশ্নেবর্নিত সুতে কোন ওজরের কারণে বা মাঠ না থাকাবস্থায় মসজিদে ঈদের নামাজ পড়া জায়েয আছে। 

– বোখারী শরীফ১/১৩১,আদ্দুররুল মুখতার ২/১৬৯,ফাতহুল বারি ২/৫১৭,বাহরুর রায়েক ২/২৭৮,ফাতওয়ায়ে মাহমুদিয়া ৮/৪১৪,

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *