প্রশ্ন-আসরের ৪ রাকায়াত সুন্নাতের প্রথম দুই রাকাত শেষে বৈঠকে তাশাহ্হুদের পর দরুদ ও দোয়া পড়ে ফেললে তাঁর বিধান কী?

উত্তর-আসরের ৪ রাকায়াত সুন্নতের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর দরুদ শরীফ ও দোয়া পড়া উত্তম। তাই এর কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হবেনা।

রদ্দুল মুহতার-২/৬৫২,ফাতওয়ায়ে হিন্দিয়্যা ১/১২৫,তাতারখানিয়া ১/৩৭৩,নুরুল ঈযাহ ১৪৯,খায়রুল ফাতওয়া ২/৪৮৫

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *