উত্তর:-আযান ও ইকামাতের মধ্যে শাহাদাতাইন বলার সময় আংগুল চুমু দিয়ে চোখে লাগানোর প্রচলিত পদ্ধতিটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা সম্পুর্ণ ভিত্তিহীন একটি কাজ। তাই পরিত্যাজ্য।
– রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী) ২/৮৪,ফাতওয়ায়ে মাহমুদিয়া ২/৬৫,১/২৩৬ খায়রুল ফাতওয়া ১/৫৮০,এমদাদুল ফাতওয়া ১/১৮৮.
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments