উত্তর:- শরয়ী দৃষ্টিতে মুসাফির ব্যক্তি নিজ এলাকায় প্রবেশ করা বা অন্য কোন এলাকায় ১৫ দিন বা তারচেয়ে বেশি থাকার নিয়তে ঐ এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত ৪রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে কসর করে ২ রাকাত আদায় করবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে আপনি যেহেতু নিজ এলাকায় এখনো প্রবেশ করেননি তাই এশার নামাজ কসর পড়বেন।
রদ্দুল মুতার ১/১২১,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৯৯ বাদায়েয়ুস সানায়ে ১/৩৩৭,আহসানুল ফাতওয়া ৪/৭২,মাজমায়ুল আনহুর ১/২৪০
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments