প্রশ্ন:-আমি ঢাকা থেকে নিজ বাসভুমি জামালপুরে ফিরছি। এলেঙ্গা নামক স্থানে এশার ওয়াক্ত হয়ে যায়। এলেঙ্গা থেকে আমাদের বাড়ির দূরত্ব ৪০ কি.মি.। আমার জানার বিষয় হল,নামাজ কসর করব নাকি পূর্ণ করব?

উত্তর:- শরয়ী দৃষ্টিতে মুসাফির ব্যক্তি নিজ এলাকায় প্রবেশ করা বা অন্য কোন এলাকায় ১৫ দিন বা তারচেয়ে বেশি থাকার নিয়তে ঐ এলাকায় প্রবেশ করার আগ পর‌্যন্ত ৪রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে কসর করে ২ রাকাত আদায় করবে। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে আপনি যেহেতু নিজ এলাকায় এখনো প্রবেশ করেননি তাই এশার নামাজ কসর পড়বেন। 

রদ্দুল মুতার ১/১২১,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৯৯ বাদায়েয়ুস সানায়ে ১/৩৩৭,আহসানুল ফাতওয়া ৪/৭২,মাজমায়ুল আনহুর ১/২৪০

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *