উত্তর:- শরীয়তের বিধান হলো, শরীর থেকে যখম বা ব্যথার কারণে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে অযু ভেঙ্গে যায়।
সুতরাং প্রশ্নোক্ত বর্ণিূলথৈ ব্যথার কারণে নির্গত পানি যদি বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে তার অযু ভেঙ্গে যাবে। আর যদি গড়িয়ে না পড়ে তাহলে অযু ভাঙবে না।
আল বাহরুর রায়েক – ১/৬৪ ; বাদায়েউস সানায়ে’ ১/১০১; ফাতহুল কাদীর – ১/১৮৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/৬১; কিফায়াতুল মুফতি – ৩/৩৫২।
Leave Your Comments