উত্তর:- শরীয়তের বিধান অনুযায়ী কোন মহিলার হজ আদায় ওয়াজিব হওয়ার জন্য নেসাব পরিমাণ থাকার সাথে সাথে মাহরাম পুরুষের উপস্থিত থাকা অত্যাবশ্যক। অন্যথায় তার উপর হজ আদায় আবশ্যক হবে না।
তাই প্রশ্নোক্ত সুরতে মাহরাম পুরুষ থাকার কারণে কেবল সম্পদের কারণে তার উপর হজ আদায় আবশ্যক হবে না।
সহিহ বুখারী – ১/২৫১; আল হিদায়া – ১/২৩২; ফাতাওয়া কাজিখান – ১৭৩; ফাতাওয়া উসমানি- ২/২০১; এমদাদুল ফাতাওয়া– ২/১৮৭।
Leave Your Comments