উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী ওয়াকফকৃত জমিতে বা ওয়াকফকৃত জমির কারণে শুফার দাবি করার অনুমতি নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত মাদ্রাসা যদি ওয়াকফকৃত জমিতে হয় তাহলে শুফার দাবি করা যাবে না তবে যদি ওয়াকফকৃত জমি না হয় নিজস্ব জমি বা ভাড়াটিয়া হয় তাহলে শুফার দাবি করতে পারবে।
ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪, ফাতাওয়ায়ে সিরাজিয়া ৪৫৩, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৫/৩৭৯
Leave Your Comments