উত্তর:- ইসলামী শরীয়তে একজন অমুসলিমের সাক্ষ্য মুসলমানদের জন্য তখনই ধর্তব্য হবে যখন বিষয়টা মুসলমানের পক্ষে হবে। মুসলমানদের বিপক্ষে একজন অমুসলিমের সাক্ষ্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।
বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে হিন্দুদের সাক্ষ্য মুসলমানদের পক্ষে হলে গ্রহণযোগ্য হবে অন্যথায় নয়।
আদ দুররুল মুখতার – ৫/৪৭৫। আল বাহরুর রায়েক – ৭/১৫৮। মাজমাউল আনহার – ৩/২৬২। কিফায়াতুল মুফতি – ১১/৩৬৭।
Leave Your Comments