উত্তর– এ ধরনের ব্যক্তি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে। আর একাকী নামাজ আদায়ের ক্ষেত্রে সাধ্যানুযায়ী ভুল এড়ানোর চেষ্টা করে নামাজ শেষ করবে। এভাবে নামাজ আদায় হয়ে যাবে। পাশ থেকে কেউ বলে বলে নামাজ আদায় করালে তাও শুদ্ধ হয়ে যাবে।
আদ্দুররুল মুখতার ১/৬৮৮,রদ্দুল মুহতার ১/৬৮৮,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৫২,বাহরুর রায়েক ২/২০৫
উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments