উত্তর: শরীয়তের মূলনীতি হলো, নামাজী ব্যক্তির নামাজের স্থান পাক হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মুসল্লী যদি জুতা পায়ে রেখে নামাজ পড়ে, তাহলে অবশ্যই জুতার তলাসহ জমীনের ঐ অংশও পাক হতে হবে, যাতে জুতা রাখা হয়েছে। আর যদি জুতা খুলে জুতার উপর পা রেখে নামাজ পড়ে তাহলে শুধু জুতার ঐ অংশ পাক হতে হবে যা পায়ের সাথে সম্পৃক্ত রয়েছে। অন্যথায় উভয় অবস্থায় নামাজ সহিহ হবে না।
-বুখারি ১/৫৬, বাহরুর রায়েক ২/৩১৫, আহসানুল ফাতাওয়া ৭/২৫
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রন্সিপিাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments