প্রশ্ন: অতি দুস্থ ও গরীব অমুসলিমদেরকে যাকাতের টাকা প্রদান করা জায়েয আছে কি?

উত্তর: ইসলামী শরীয়াতে অমুসলিমদেরকে যাকাত দেওয়া বৈধ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে অমুসলিমদের যাকাত প্রদান করলে যাকাত আদায় সহীহ হবে না।

-আদ্দুররুল মুখতার-২/৩৫১, ফাতাওয়া হিন্দিয়া-১/২৫০, হিদায়া-১০৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *