উত্তরঃ শরয়ী নিয়মানুযায়ী কারো কোন জিনিস অন্যায়ভাবে নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সাক্ষীদের জেনেশুনে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ফলে সাইফুলের অর্থের ক্ষতি হয়েছে। কেননা তারা যদি এ সাক্ষ্য না দিত তাহলে এ টাকা(মহরানা) দেওয়া লাগত না।যেহেতু তাদের সাক্ষীর কারণেই সে এ ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই সাইফুল সেলিম ও কারিমের নিকট থেকে ক্ষতিপূরণ নিতে পারবে।দলিলঃহেদায়া৩/১৭৩ রাদ্দুল মুহতার ৫/৫০৭ বাহরুর রায়েক ৭/২২৭ বাদাইউস সানায়ে ৯/৫৮।
Leave Your Comments