উত্তরঃ যে ব্যাক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর উক্ত সম্পদের যাকাত দেওয়া অবশ্যক।আর শেয়ার কেনা বেচা জায়েয হওয়ার জন্য চারটি শর্ত প্রয়োজন (১) মুল ব্যবসা হালাল হওয়া। (২) কোম্পানির স্থায়ী সম্পদ থাকা শুধুমাত্র ক্যাশ না থাকা। (৩) কোম্পানি যদি সুদী লেনদেন করে থাকে তাহলে তার বিরুদ্ধে শেয়ার হোল্ডারের আলোচনা করতে হবে।(৪) যখন মুনাফা ভাগ করা হবে তখন সুদি ডিপোজিট থেকে অর্জিত অংশ সদকা করে দেওয়া। সুতরাং উপরে উল্লেখিত শর্তের সহিত কেহ শেয়ার ক্রয় করলে তার টাকার উপর বছর অতিবাহিত হলে যাকাত আসবে।দলিলঃফাতাওয়ায়ে হিন্দিয়া ২/৩১৯ ইসলাম আওর জাদিদ মায়াশী মাসায়েল ৩/২৩-২৭।কেফায়াতুল মুফতি ৬/২০১।
Leave Your Comments