উত্তরঃ ইসলামী দণ্ডবিধি অনুযায়ী যে সমস্ত অপরাধের শরয়ী কর্তৃক নির্দিষ্ট কোন শাস্তি আছে। সে সব অপরাধের ক্ষেত্রে নির্ধারীত ঐ শাস্তিই প্রয়োগ করতে হবে। অন্য কোন শাস্তি প্রয়োগ করা যাবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শরয়ী কর্তিক মুরতাদের একমাত্র শাস্তি হত্যা করা বিধায় তার সাথে হত্যা ছাড়া টাকার বিনিময় কোন প্রকারের সন্ধি করা যাবেনা। দলিলঃহেদায়া২/৬০০ বাহরুর রায়েক৫/২০১,২১০ আপকা মাসাইল অর উনকা হাল ২/৩৬ফাতাওয়ায়ে মাহমুদিয়া২/৫৪২।
Leave Your Comments