উত্তরঃ শরীয়তের মূলনিতি হলো শরীয়ত যে জিনিস মানুষের জন্য অপরিহার্য করে নাই। সে জিনিসকে অপরিহার্য করে নেওয়া বিদআত এবং গুনাহের কাজ। সুতরাং বর্তমানে নামাজের পরে কোরান শরিফের আয়াত أن الله وملائكته পড়ে রাসুলের উপর দরুদ প্রেরণ করাকে জরুরি মনে করা হয় (যা করা নফল) আর এরকম না করার কারণে গালমন্দও করা হয়। বিধায় এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। আর এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক।দলিলঃমেশকাতুল মাসাবিহ ১/২৭ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১৯৬ ফাতাওয়ায়ে উসমানী ১/১১৩ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৩/৮০।
Leave Your Comments