প্রশ্নঃ- এতেকাফকারী যদি জানাজা পড়ার উদ্দেশ্যে মসজিদের বাহিরে যায় তাহলে তার এতেকাফ হবে কিনা?

উত্তরঃ- ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ শরঈ ও শারীরিক প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হলে ভঙ্গ হয়ে যায় বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে জানাজার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে।

 

দলীলঃ

ফাতাওয়ায়ে আলমগীরী ১/২৭৬

ফাতাওয়ায়ে কাজীখান  ১/১৩৮

ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ ৭/২৭৬

ফাতাওয়ায়ে মাহমূদিয়াহ ১০/২৪০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *