উত্তরঃ মান্নতের পশুর দারা উপকৃত হওয়ার হুকুম কোরবানীর পশুর দারা উপকৃত হওয়ার হুকুম একই।আর কোরবানীর পশুর ব্যাপারে শরীয়তের বিধান হল যে, উহার কোন অংশ দারা উপকৃত হওয়া না জায়েজ।বিধায় প্রশ্নে বর্নিত মান্নতকৃত পশু দারা উপকৃত হওয়া যাবে না, আর মান্নতকৃত পশুর বাচ্চার হুকুম মায়ের হুকুমের মতই। দলিলঃ রদ্দুল মুহতার ৬/ ৩২৯।বাদায়িউসসানায়ে ৬/ ৩০৬। ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/৪৭৩।
Leave Your Comments