উত্তরঃ ইসলামী শরীয়ত যে সকল হালাল পশু সহজে বশে আনা যায় না সেগুলোর ক্ষেত্রে ধারালো অস্ত্র দ্বারা যেকোনো স্থানে জখম করে রক্ত প্রবাহিত করার অনুমতি দিয়েছে। হুলকুমে যবে করা জরুরি নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শক্তিশালী গরুকে বশে আনতে না পেরে হুলকুম ব্যতিত অন্য স্থানে ধারালো অস্ত্র দ্বারা জখম করে রক্ত প্রবাহিত করে দেওয়া হয়েছে বিধায় উক্ত গরুর গোশত খাওয়া হালাল। এতে কোনো অসুবিধা নেই।দলিলঃসহিহ বুখারী ২/৮৩২ বাদাইউস সানায়ে ৬/২১০ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৫/৪৬৮।
Leave Your Comments