প্রশ্নঃ এক ব্যক্তি তার নানীর পক্ষ থেকে বদলী হজ্জ করতে চায়। কিন্তু সে তার নিজের হজ্জ এখনো করেনি। এমন ব্যক্তি অন্যের বদলী হজ্জ করতে পারবে কিনা?

উত্তর: হ্যাঁ, যে ব্যক্তি নিজের হজ্জ করেনি সে অন্যের হজ্জ করতে পারবে। তবে তার উপর হজ্জ ফরয থাকলে তাকে দিয়ে বদলী হজ্জ করানো মাকরুহ। সর্বাবস্থায় যে নিজের হজ্জ করেছে এবং বিধি-বিধান জানে এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্জ করানোই উত্তম।

-আল মুহীতুল বুরহানী- ৩/৮৩, ফাতাওয়া হিন্দিয়া- ১/৩২২, ফাতাওয়া কাযিখান-১/১৮৭.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *