উত্তরঃশরয়ী বিধানানুযায়ী প্রবাহ মান রক্ত বিশিষ্ট কোন প্রানী কুপে পড়ে মরে ফেটে গেলে কুপের সমস্ত পানি নাপাক হয়ে যায়। এবং তা পাক করতে হলে কুপের সমস্ত পানি বের করতে হয়।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে প্রবাহ মান রক্ত বিশিষ্ট ১ হাত লম্বা ১আংগুল পরিমাণ মোটা মরা সাপ কুপে পড়ে ফেটে গেলে কুপের সমস্ত পানি নাপাক হয়ে যাবে।আর তা পাক করার পদ্ধতি হল যদি কুপের সমস্ত পানি বের করা সম্ভব হয় তাহলে সমস্ত পানি বের করতে হবে। আর নিচে ঝরনার কারণে যদি সমস্ত পানি বের করা সম্ভব না হয় তাহলে কুপের বর্তমানে যে পরিমাণ পানি আছে সে পরিমাণ বের করলে কুপ পাক হয়ে যাবে।দলিলঃহেদায়া ১/৪৩। ফাতাওয়ায়ে আলমগীর ১/৭১। ইমদাদুল ফাতাওয়া ১/৮৮।
Leave Your Comments