উত্তরঃ জামাতের সাথে নামাজ আদায়ের পূর্বে আজান ইকামাত দেওয়া সুন্নাতে মুয়াক্কাদাহ আর সুন্নতে মুয়াক্কাদাহ ছেড়ে দেওয়া মাকরুহ হলেও এর কারণে নামাজ ভংগ হয় না।বিধায় প্রশ্নে বর্নিত সুরতে আদায়কৃত নামাজ সহীহ হয়ে যাবে।দলিলঃফাতাওয়ায়ে কাজি খান১/৪৬ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১১১ আল বাহরুর রায়েক ১/ ৪৬২ কেফায়াতুল মুফতি ৩/৫৮।
Leave Your Comments