উত্তরঃ-প্রশ্নে উল্লেখিত অবস্থায় যদি বাথরুম পরিস্কার পরিচ্ছন্ন থাকে এবং টয়লেটকে আলাদা করার মত মাঝখানে দেয়াল ইত্যাদি থাকে তাহলে অযুর শুরুর এবং শেষের দোয়া পড়াতে কোন সমস্যা নাই। আর যদি আলাদা করার মত কোন ব্যবস্থা না থাকে তাহলে দোয়া পড়ার অনুমতি নেই।
ফাতওয়ায়ে হিন্দিয়্যাহ ৫/৩৯০,আহসানুল ফাতওয়া ২/৩৭
Leave Your Comments