উত্তরঃশরিয়তের বিধান অনুযায়ী অদৃশ্যমান তরল জাতীয় নাজাসাত যুক্ত কাপড় পাক করার জন্য, পাক হওয়ার ব্যাপারে প্রবল ধারণা না হওয়া পর্যন্ত ধৌত করতে হবে। চাই তা একবার ধোঁয়ার দ্বারা হোক বা একাধিক বার ধোয়ার দ্বারা হোক। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে পেশাব বা এই জাতীয় অদৃশ্যমান তরল জাতীয় নাজাসাত কাপড়ে লাগলে যদি একবার সাবান দিয়ে বা সাবান ছাড়া ধোয়ার দ্বারা তা পাক হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হলে তা পাক হয়ে যাবে। এবং উক্ত কাপড় পরিধান করে নামায পড়া যাবে।
দলিলঃরদ্দুল মুহতার ১/৫৯৩।আহসানুল ফাতাওয়া ২/৯৪।বাদাইয়ুস সানায়ে ১/২৯৫।
Leave Your Comments