প্রশ্নঃকোরবানি পশুর চামড়ার টাকা ভাল কাজে ব্যবহার করার জন্য কোন সংগঠনের কাছে দেওয়া যাবে কি?

উত্তরঃশরীয়তের বিধান মোতাবেক ওয়াজিব সাদকা ভোগ করার একমাত্র অধিকারী হল যাকাত ভোগের উপযুক্ত ব্যাক্তিগন।অন্যথায় হবে না। সুতরাং যেহেতু ইসলামি সংগঠন যাকাত ভোগের উপযুক্ত নয়। বিধায় কোরবানি পশুর চামড়ার টাকা সংগঠনকে দেওয়া সহিহ হবে না, তবে যদি সংগঠনের কোন গরীব লোক কে দেয় এবং সে ঐ টাকা সংগঠনকে দিয়ে দেয় বা সংগঠনই কোন যাকাতের উপযুক্ত ব্যাক্তিদেরকে দিয়ে দেয় তাহলে উক্ত ইসলামি সংগঠনে কুরবানী পশুর চামড়ার টাকা দেওয়া যাবে। দলিলঃরদ্দুল মুহতার ৩/৩৪১।বাদায়ুস সানায়ে ২/৪৭৭ আজিজুল ফাতাওয়া ১/২৭৭ কেফায়েতুল মুফতি ১২/১৪০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *