উত্তরঃ শরীয়ত এতেকাফকারীকে তবয়ী তথা স্বাভাবগত ও শরয়ী প্রয়োজনে বাহিরে যাওয়ার অনুমতি দিয়েছে। এছাড়া অন্য কোন কারনে বাহিরে গেলে এতেকাফ নষ্ট হয়ে যায়। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে অসুস্থতা কোন স্বভাব গত বা শরয়ী প্রয়োজনের অন্তর্ভুক্ত না হওয়ায় উক্ত কারণে বাহিরে গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যেই দিনের এতেকাফ নষ্ট হয়েছে সেই দিনের এতেকাফ কাযা করে নিবে। দলিলঃ হেদায়া ১/২৩০ দুররুল মুখতার ৪/৫০০। ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১০/২৭০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৪/১৯৬
Leave Your Comments