প্রশ্নঃআমরা জানি ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর এখন আমার জানার বিষয় হল,ধুমপান করলে অযু ভংগ হবে কি না?আর ঐ অযু দিয়ে নামাজ আদায় হবে কি না?
উত্তরঃ-সিগারেট পান করা অজু ভংগের গ্রহন যোগ্য কারণ নয়।সুতরাং সিগারেট পান করার কারণে অজু ভংগ হবে না। এবং ঐ অজু দিয়ে নামায আদায় হয়ে যাবে।তবে সিগারেট যেহেতু স্বাস্থর জন্য ক্ষতিকর এবং তার দুর্গন্ধ মানুষদের জন্য কষ্ট দায়ক, তাই সিগারেট পান করা বৈধ নয়।
Leave Your Comments