ইন্নালিল্লাহ……….
আমাদের মাথার উপর থেকে আরও একটি ছায়া সরে গেল।হারালাম কোরআনের একজন মহান খাদেম।
বাংলাদেশ নুরানি তা’লীমুল কোরআন বোর্ড ও জামিয়া নুরানিয়া তারাপাশা,কিশোরগঞ্জ এর সম্মানিত প্রতিষ্ঠাতা,রইসুল মুয়াল্লিমীন মাও.ক্বারি রহমাতুল্লাহ সাহেব আজ রাত ১ঃ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
মরহুমের নামাজে জানাযা আজ দুপুর ২ঘটিকার সময় জামিয়া নুরানিয়া তারাপাশা মাদরাসায় অনুষ্ঠিত হবে।
Leave Your Comments