জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ মাদরাসায় উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা) বিভাগে ভর্তির এলান

ব্লক সি,বাউনিয়াবাদ,পল্লবী,মিরপুর-১১,ঢাকা-১২১৬
ভর্তির এলান
এতদ্বারা উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা) বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদের জানানো যাচ্ছে যে, আগামী ৮ই শাওয়াল মোতাবেক ১৪/০৭/২০১৬ইং রোজ বৃহস্পতিবার জামিযা ইসরামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ মাদরাসার ২০১৬-২০১৭ইং শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শূরু হবে, ইন শা আল্লাহ। গত বছরের মত এবারও কিছু মেধাবি ছাত্রদের কে ইফতা বিভাগে ভর্তির সুযোগ দেয়া হবে।কোর্সের মেয়াদ ১বছর।
ছাত্রদের ভর্তি সংক্রান্ত কিছু জরুরী তথ্যাবলী
১) উক্ত বিভাগে সীমিত সংখ্যক (সর্বোচ্চ ২০জন) ছাত্র ভর্তি নেয়া হবে।
২) স্ব-হস্তে লিখিত আরবী আবেদন পত্রের মাধ্যমে উক্ত বিভাগের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
৩) ১৪/০৭/২০১৬ ইং সকাল থেকে ১৬/০৭/২০১৬ইং পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে জোহর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হবে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষার বিষয়বস্তু উম্মুক্ত। তাই এখানে যেকোন বিষয়ে প্রশ্ন হতে পারে। বিশেষত ফিকহ-উসুলে ফিকহ,হাদিস- উসুলে হাদিস,তাফসীর- উসুলে তাফসীর,নাহু-সরফ ইত্যাদি।
৪) মৌখিক পরীক্ষায় উর্ত্তীর্ণদের ১৬/০৭/২০১৬ইং রোজ শনিবার জোহর নামাজের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় ফিকহ-উসুলে ফিকহ বিষয়ে হিদায়া ও নুরুল আনওয়ার থেকে , হাদিস-উসুলে হাদিস বিষয়ে তিরমিযী শরীফ থেকে প্রশ্ন করা হবে।
*নির্ধারিত বিষয়ে আরবী ভাষায় মাকালা/প্রবন্ধ লিখে তা বাংলা/উর্দু ভাষায় অনুবাদ করতে হবে।
অতএব আগ্রহীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে (কোটা পুরণের আগেই) যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহবান করা হচ্ছে।
মাআসসালাম
মুফতি মুহা.শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি ,অত্র জামিয়া
প্রতিষ্ঠাতা পরিচালক-আহলে সুন্নাত ওয়াল জামাআত ইসলামিক দাওয়াহ সেন্টার
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:-
০১৮২৯১১৮০৩১,০১৬৭০৭৭১১৮৮,০১৮২৫০২৮৮১১,০১৭২০৯৮৮৬৪৫
মাদরাসার ওয়েবসাইট:- www.annoorbd.com

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *