জাপানের পশ্চিমাঞ্চলে প্রবল ব্রিষ্টিপাত ও ব্যাপক ভূমিধসে অন্তত ১৪১ জনের প্রাণহানি হয়েছে। বিবিসি জানিযেছে, তিন দশকেরও বেশি সময় ধরে জাপানে ব্রিষ্টিপাতজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা এটি; এর আগে ১৯৮২ সালে বৃষ্টিপাতের কারণে দেশটির প্রায় ৩০০ লোকের মৃত্যু হয়েছিল। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত উদ্ধারের চেষ্টায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাদা ও ধ্বংস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মিরা। মূষলধারায় টানা বৃষ্টিপাতে নদীতে বন্যা সৃষ্টির পর দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো থেকে অন্তত ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সঙ্কট দূর করার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে ইউরোপ সফর বাতিল করেছেন।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১৪১।
আন নূর বি ডি
Leave Your Comments