কোচিনে ভূমিধস নিহত ১৫

মিয়ানমারের কোচিন প্রদেশে ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন, আহত ৪০। মৃতদেহ উদ্ধারের পর সাময়িকভাবে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়। এছাড়া ৪৫ জন আহতকেও উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা অনেক প্রাণহানির আশঙ্কা করছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কোচিনের পাকান শহরের জেড খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটে। শহরের প্রশাসক কিয়াও সোয়ার অং জানান, ‘পুরনো কাদামাটির দেয়াল ও কাদায় পুরো অঞ্চল ঢাকা পড়েছে। আমরা শনিবার সন্ধ্যা ৫:৩০’এ উদ্ধারকাজ বন্ধ করেছি এবং আগামীকাল পুনরায় শুরু করবো।
তিনি আরও জানান, হতাহতরা কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিল না। গত মে মাসে একই এলাকায় এরকম এক ঘটনায় অন্তত ১৪ জন নিহত হন। এর আগে ২০১৫ সালে হপাকান্তে এক ভূমিধ্বসে প্রাণ হারান শতাধিক মানুষ। কর্তৃপক্ষ স্থানীয়দের কাছে আহবান জানিয়েছে, তারা যেন সকল নিখোঁজ ব্যক্তি সম্বন্ধে কর্তৃপক্ষকে অবহিত করে।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *