আবু ত্বহা আদনানের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্ত্রী সাবিকুন্নাহারের আবেদন
নিখোঁজ ইসলামি আলোচক আবু ত্বহা মুহাম্মাদ আদনানের সন্ধান চেয়ে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আবেদনপত্র পাঠিয়েছেন নিখোঁজের স্ত্রী সাবীকুন্নাহার। এ বিষয় ফেস দ্যা পিপলকে নিশ্চিত করেছেন আবু ত্বহা মুহাম্মাদ আদনানের স্ত্রী সাবিকুন্নাহার নিজেই।
আজ সোমবার (১৪ জুন) বিকেলে ফেস দ্যা পিপলে পাঠানো ওই আবেদপত্রের অনুলিপিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আশা ব্যক্ত করে সাবিকুন্নাহার বলেন, আমরা আপনার সাক্ষাত পেতে চাই। আমরা অনন্যোপায় হয়ে এই আবেদনপত্র প্রেরণ করলাম।
সাবীকুন্নাহার এতে ঘটনা জানিয়ে বলেন, গত ৮ জুন রংপুর থেকে ঢাকা ফেরার সময়ে গাবতলী থেকে তার ২ জন সাথী ও গাড়িচালকসহ নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়ী (নম্বর-ঢাকা মেটে ‘গ’ ৩৩৪৩৪২) কোথাও পাওয়া যাচ্ছে না। গত ৪ দিন ধরে সর্বত্র খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। ঢাকার দারুস সালাম এবং পল্লবী থানায় গিয়েও কোন আইনী সহায়তা পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযােগীতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।
সাবিকুন্নাহার তাতে আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ শেষ আশ্রয়স্থল বলতে মতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনকে চিনি, আপনি দেশের প্রধানমন্ত্রী, একজন মমতাময়ী মা এবং আমাদের মত সাধারণ মানুষের কারও মা, কারও বোন এবং কারও অভিভাবক।
তিনি প্রধানমন্ত্রীকে নিজের মা ও অভিভাবক উল্লেখ করে বলেন, আপনার কাছে দুই হাত জোর করে আমার স্বামী নিখোঁজ আবু ত্বহা মুহাম্মাদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। সে কোন অপরাধ করে থাকলে তাকে আইনের নিকট সােপর্দ করা হােক।
আদনানের স্ত্রী বলেন, আমার স্বামী আবু ত্বহা মােহাম্মদ আদনান, তার দুইজন সঙ্গী এবং গাড়ীচালকের জীবন রক্ষার্থে আপনার হস্তক্ষেপ ও দয়া ভিক্ষা চাচ্ছি।
এফটিপি/কাজী হামদুল্লাহ
Leave Your Comments