বিষয় : ছবি অংকন প্রশ্নঃ আমি বিজ্ঞান বিভাগের , এজন্ন প্রাকটিকেল খাতা যদি অন্য কারো কাছ থেকে করে নেই তাহলে কি এটা যায়েজ হবে ? কয়েকটি কারণে অন্য জনের কাছ থেকে করে নিতে হবে । আমি ছবি আক্তে পারিনা । নিজে আকতে গেলে পড়াশোনার সময় কম পাওয়া যায় এজন্য ।

আপনার প্রশ্নের শরয়ী সমাধান :
শরয়ী দৃষ্টিতে ধোঁকা সম্পূর্ণ হারাম । সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরতের কর্ম সমূহ উভয়ের জন্যই বৈধ হবেনা । কেননা তাতে ধোঁকা বিদ্যমান ।
الادلة الشرعية
(١)صحيح مسلم : ١/٧٠
١٠١-عن ابي هريرة رض ان رسول الله صلى الله عليه وسلم …………. من غشنا فليس منا .
(٢)سنن الترمذي : ٢٤٥
١٣١٥- عن ابي هريرة رض ان رسول الله صلى الله عليه وسلم …………. من غشنا فليس منا .
(٣)سنن ابن ماجه : ١٦١
٢٢٢٥-عن ابي الحمراء قال رأيت رسول الله صلى الله عليه وسلم مر بجنبات رجل عنده طعام في وعاء فادخل يده فيه فقال لعلك غششت من غشنا فليس منا

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *