উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী খাদ্য জাতীয় বস্তু শরীরের বাহির থেকে ভিতরে প্রবেশ করে পাকস্থলীতে চলে গেলে রোজা ভেঙ্গে যাবে অন্যথায় ভাঙবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে থুথু গিলে ফেলার কারণে রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃতভাবে জমা করে গিলে ফেলা মাকরূহ।
তাবয়ীনুল হাকায়িক ২/১৭৩, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/২৫৪, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৬/৪১০
Leave Your Comments