উত্তর: ইমাম সাহেব যদি তার স্ত্রীকে বেপর্দা থেকে নিষেধ করা সত্তে¡ও সে না মানে এবং ইমাম সাহেব এই কাজে অসন্তুষ্ট থাকে, তাহলে তার ইমামতিতে কোন অসুবিধা নেই। তবে যদি তার স্ত্রীকে নিষেধ না করে বা তার আচরণে সন্তুষ্ট থাকে এমন ব্যক্তির ইমামতি মাকরুহ হবে।
যার পিছনে নামায আদায় করবে তাদের নামায আদায় সহীহ হয়ে যাবে।
-সূরা ফাতির-১৮, আল বাহরুর রায়েক- ১/৬১০, আদ্দুররুল মুখতার- ১/৫৫৯.
Leave Your Comments