প্রশ্ন:-যদি কোন ব্যক্তি আজান দেয়ার সময় কানে আঙ্গুল না দেয় তাহলে তার আজান শুদ্ধ হবে কিনা?

উত্তর:-আজানের সময় কানে আঙ্গুল দেওয়া সুন্নাত। সুন্নাত ছুটে গেলে কোন বিধান বাতিল হয়ে যায়না। 

সুতরাং প্রশ্নেবর্নিত ব্যক্তির আজান দেয়ার পদ্ধতিটি সুন্নাহসম্মত না হলেও আজান শুদ্ধ হয়ে যাবে। 

– সুনানু ইবনি মাজাহ পৃ-৫২বাদায়েয়ুস সানায়ে ১/৪৭৪ ,আদ্দুররুল মুখতার ১/৩৮৮,আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ১/৬০৪,ফাতওয়ায়ে হাক্কানিয়াহ ৩/৫৯

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *