উত্তর: কোন মুসলমান অপর মুসলমানকে বাস্তবেই কাফের হওয়ার বিশ্বাস রেখে কাফের বলে সম্বোধন করে, তাহলে ঐ ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি উক্ত বিশ্বাস না রেখে শুধু গালমন্দ করার উদ্দেশ্যে কাফের বলে, তাহলে তাকে কাফের বলা যাবে না। তবে সে ফাসেক ও কুফুরী কাজ করেছে বলে গন্য করা হবে।
সুতরাং, প্রশ্নোক্ত ব্যক্তি যদি গালমন্দের উদ্দেশ্যেই কাফের বলে, তাহলে সে কাফের হবে না। আর যদি কাফের হওয়ার আকিদা রেখে কাফের বলে তাহলে সে নিজে কাফের হয়ে যাওয়ার প্রবল আশংকা।
-সহীহ মুসলিম-১/৫৭, ফাতহুল মুলহিম-২/১৮, রদ্দুল মুহতার-৪/২৩.
Leave Your Comments