প্রশ্ন: কাকড়া খাওয়া জায়েজ আছে কি?

উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী জলজ প্রাণীর মধ্যে মাছ ব্যতিত অন্য কোন প্রাণী খাওয়া জায়েজ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত কাকড়া যেহেতু মাছ নয়, তাই তা খাওয়া মাকরুহ।

আদ্দুররুল মুখতার ৯/১১, মুলতাকিল আবহার ৪/১৬২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৬/৩৩

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *