উত্তরঃশরয়ী দৃষ্টিতে আল্লাহর একত্ববাদ বিশ্বাসী মুসলমানদের সাথে বিবাহ শাদী করা জায়েজ আছে।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে গায়রে মুকাল্লিদ যেহেতু মুসলমান বিধায় তাদের সাথে বিবাহের সম্পর্ক করা বৈধ। কিন্তু এ মতবাদে বিশ্বাসীরা গোমরাহ ও পথভ্রষ্ট। তাই তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক না করাই ভাল।দলিলঃ বাহরুর রায়েকঃ ৩/১৮৩ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৭/ ১৭৫।
Leave Your Comments